Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার বাণিজ্য সফরে যাচ্ছে ডিসিসিআই প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

ঢাকা: দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ ও রফতানি বাড়াতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিসিসিআই জানায়, বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতে (ইউএই)’র মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃ্দ্ধি ও ইউএইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাজারে বাংলাদেশী পণ্যের রফতানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে সফরে যাচ্ছেন ডিসিসিআই প্রতিনিধি দল। পাঁচদিন ব্যাপী (২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি) এ সফরের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবী চেম্বার, দুবাই চেম্বারর্স এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনে অংশ নেবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা।

উল্লেখ্য, বিদেশে কর্মরত বাংলাদেশীর মধ্যে ১৭ শতাংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে এবং বর্হিবিশ্বে বাংলাদেশীদের কর্মক্ষেত্র বিবেচনায়, যা দ্বিতীয় বৃহত্তম। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে কাছাকাছি পৌঁছেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ও বিনিয়োগের পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ, বিভিন্ন শিল্পে লক্ষ্যযুক্ত কর ছাড়, ১০০ শতাংশ বিদেশী মালিকানা, বন্ডেড গুদাম সুবিধা, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বিভিন্ন দেশের সাথে ডাবল ট্যাক্সেশন চুক্তি বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।

বিজ্ঞাপন

বিশেষত দুবাইয়ের ভৌগোলিক কৌশলগত অবস্থানের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে প্রবেশাধিকারের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য একটি মূল প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য সংযুক্ত আরব-আমিরাত হতে পারে এলএনজি আমদানির অন্যতম সম্ভাবনাময় উৎস।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ডিসিসিআই বাণিজ্য সফর সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর