Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি— দাবি জামায়াতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩

রোববার সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন

সাতক্ষীরা: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবি জানিয়ে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। দ্রুত সময়ের মধ্যে যদি তাকে (আজহারুল ইসলাম) মুক্তি না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব।

তাকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না- বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২৩শে ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মাওঃ আজিজুর রহমান, শেখ নুরুল হুদা, মাহবুবুল হক, প্রভাষক ওমর ফারুকসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ।

সারাবাংলা/আরএস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান

বিজ্ঞাপন

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর