Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার করতে পারে: বরকত উল্লাহ বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩

বাগেরহাটের জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি; সারাবাংলা

বাগেরহাট: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনো ভাবেই কাম্য নয়। এখন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো তালবাহানা মেনে নেওয়া হবেনা।’

সমাবেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।

বিএনপি নেতা বুলু বলেন, ‘বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজার বার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, গুম করেছে; মিথ্যা মামলা দিয়েছে। তার বিচার এ বাংলায় করতে হবে।’

বাগেরহাট জেলা বিএনপি জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার ও কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও সরদার ওলিউর রহমান পল্টুর সঞ্চালনায় সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা। দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ১৭ বছর পর বিশাল সমাবেশে যোগ দেন।

সারাবাংলা/এসআর

দেশের সংস্কার নির্বাচিত সরকার বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান সারাবাংলা স্বৈরাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর