পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টিতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার: পর্যটন সচিব
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩
খুলনা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেছেন, গার্মেন্টস খাতের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনায় খাত হতে পারে পর্যটন। গার্মেন্টেস খাতের বৈদেশিক আয় দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটন খাতের বিকাশ ঘটলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে ট্যুরিজম বোর্ড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এ কর্মশালা আয়োজন করে।
পর্যটন মন্ত্রণালয় সচিব বলেন, তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে পর্যটন খাত। তিনি তরুণ প্রজন্মের জন্য পর্যটন বিষয়ে সম্ভাব্য ধারণা ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয় অবহিত করেন। পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে গহিন বনে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা ও শব্দ দূষণ রোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে সবার আগে জীববৈচিত্র্য রক্ষার দিকে নজর দেওয়া উচিত। এক্ষেত্রে যাতে গহীন বনে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ ২য় ক্যাম্পাসে ট্যুরিজম হসপিটালিটি বিষয়ে অনার্স, মাস্টার্স ও ডিপ্লোমা কোর্স চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সারাবাংলা/আরএস