ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়— ছাত্রদল
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে, মুক্তিযুদ্ধে শহিদ মধুসূদন দে এবং তার পরিবারের জন্য এটি অসম্মানজনক। আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রসংগঠনটি। ছাত্রদল বলছে, অনুতাপ ও বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাক-হানাদার বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহিদ হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। শহিদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ, পরবর্তী সময়ে ‘ইসলামি ছাত্রশিবির’ নামে পরিচিত-কে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সারাবাংলা/এফএন/পিটিএম