সুনামগঞ্জ: হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক উলটে খাদে পড়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দোয়ারবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর স্লুইস গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আব্দুল্লাহ সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়রা জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের জন্য ড্রাম ট্রাকে করে মাটি আনতে যায় চালক আব্দুল মুকিত ও তার ভাগিনা আব্দুল্লাহ। এ সময় ট্রাকটি উলটে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও তার ভাগিনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কিশোর আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।