Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৪

প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ দুই তরুণকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ধর্ষণের ঘটে।

আটক বেল্লাল ওই ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে। সে আলোচিত কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বনিক অপহরণ ও ডাকাতির মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন। আটক ফয়সাল একই ওয়ার্ডের আকবার কাজীর ছেলে।

জানা গেছে, শনিবার রাতে বেল্লাল ও ফয়সাল ওই শিক্ষার্থীর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর মা বলেন, ‘মেয়েকে মুখে গামছা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। আমরা এ ঘটনার বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, শনিবার রাত তিনটার দিকে ভুক্তভোগী ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে পরিবার। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসআর

দলবদ্ধ ধর্ষণ পটুয়াখালী বাউফল সারাবাংলা স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর