Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ঋণ নয়, জলবায়ু সহায়তা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭

রোববার সচিবালয়ে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। এ ক্ষতি পূরণের জন্য ঋণ নয়, এর পরিবর্তে প্রকৃত সহায়তা প্রয়োজন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) এর মহাপরিচালক ড. জ্যাকব গ্রানিতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সুইডিশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকসসহ সিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে টেকসই উন্নয়ন, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জল সম্পদ ম্যাপিং, জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির জন্য তৈরি পোশাক খাতের সম্ভাবনা অন্বেষণ, ন্যায্য শ্রম অনুশীলন এবং পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে ক্রেতা এবং উৎপাদকদের যৌথ দায়িত্বের উপর জোর দেওয়া হয়।

এছাড়া উভয় পক্ষই বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা জোরদার এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা বিকাশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

দেশকে ঋণের বোঝা থেকে রক্ষা করার জন্য বৈঠকে জলবায়ু অর্থায়নের স্পষ্ট সংজ্ঞার প্রয়োজনীয়তার উপর জোর দেন উপদেষ্টা।

বৈঠকে ড. গ্রানিট বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করার জন্য সুইডেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তৈরি পোশাক (আরএমজি) শিল্পসহ টেকসই খাতে উদ্ভাবন ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের টেকসই কর্মসূচি ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের উভয়েরই অভিন্ন স্বার্থ রয়েছে।

এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগের প্রচারে বাংলাদেশ এবং ইউরোপীয় অংশীদারদের সাথে সহযোগিতা করার জন্য সুইডেনের আগ্রহের উপর জোর দেন।

এছাড়াও, তিনি জলসম্পদ হ্রাস, দূষণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অর্থায়ন এবং সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সারাবাংলা/এফএন/আরএস

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা)

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর