Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্থিতিশীল পরিবেশ আনাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: যত দ্রুত সম্ভব স্থিতিশীল পরিবেশ আনাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘সরকারের বিভিন্ন কথাবার্তায় মনে হচ্ছে, তারা লক্ষ্য থেকে কিছুটা সরে আসছে। যে কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা হলে কোনো সংস্কারই কাজে আসবে না এবং দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন হলে স্থিতাবস্থা আসবে। সমস্যাগুলো সমাধান করতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করবেন। সংসদকে কার্যকর করতে যত দেরি হবে, অস্থিরতা চারদিকে ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে বিএনপির ৩১ দফার বেশি পার্থক্য নেই। শুধু বিএনপির নয়, অন্যান্য রাজনৈতিক দলের মতামতের প্রতিফলন ৩১ দফা।’

এ সময় তারেক রহমান অভিযোগ করেন, ‘বিশেষ একটি দেশকে সুবিধা দিতে গত স্বৈরাচার সরকার স্বাস্থ্যসেবাসহ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আর দেশকে ধ্বংস থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।’

তারেক রহমান বলেন, ‘এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো একক সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব না। সকলের মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সংস্কার করে আমরা আমাদের একটি নতুন সুন্দর উন্নয়নমূলক বাংলাদেশ গঠন করতে পারব। আসুন সবাই সেই লক্ষ্যেই কাজ করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

তারেক রহমান বিএনপি স্থিতিশীল পরিবেশ

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর