Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮

দেশজুড়ে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের লাগামহীন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা।

এর আগে, সকালে কলেজের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বাড়লেও প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা আরও বলেন, “রাতে তো নিরাপদ নই, এমনকি দিনের বেলাতেও নারীরা এখন নিরাপদ নন। প্রশাসনের ব্যর্থতার কারণে নারীরা ক্রমাগত সহিংসতার শিকার হচ্ছেন।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, তারা দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির মাধ্যমে একটি সুরক্ষিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সারাবাংলা/এমআর/এসএইচএস

ইডেন মহিলা কলেজ

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর