২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১
ঢাকা: আজ ২৩ ফেব্রুয়ারি (রোববার) অমর একুশে বইমেলার ২৩তম দিন। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এই দিনে মেলায় নতুন বই এসেছে ৬৭টি।
এর মধ্যে গল্পের বই নয়টি, উপন্যাস আটটি, প্রবন্ধ দু’টি, কবিতা ২১টি, গবেষণা দু’টি, শিশুসাহিত্য আটটি, মুক্তিযুদ্ধ একটি, নাটক একটি, বিজ্ঞান একটি, ইতিহাস দু’টি, ধর্মীয় দু’টি, অনুবাদ দু’টি, অভিধান একটি ও সায়েন্স ফিকশন দু’টিসহ অন্যান্য বই রয়েছে পাঁচটি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা: প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশ নেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- লেখক ও গবেষক ড. সুকোমল বড়ুয়া এবং গবেষক তাহমিদাল জামি। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ, মো. আমিনুল ইসলাম, গোলাম শফিক, নূরুল ইসলাম মনি, মালিহা পারভীন, মতেন্দ্র মানকীন, মিঠুন রাকসাম এবং কবির হোসেন।
আজ ছিল সাজু আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যালেখ্য, ছন্দে রবির আলো’এবং ফারহানা চৌধুরী বেবী’র পরিচালনায় নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস লি. (বাফা)—এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মাহাবুবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সরকার আমিরুল ইসলাম, হানাদু খানম, আমজাদ দেওয়ান, মেহেরুন আশরাফ, মো. জাকির হোসেন, মো. স্বপন মিয়া, মো. আসলাম মিয়া, আলমগীর সরকার, রামিসা চৌধুরী, মোস্তাক আহমেদ এবং এম এম উম্মে রুমা ট্রফি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন ইফতেখার হোসেন সোহেল (কি—বোর্ড), মো. হাসান আলী (বাঁশি), আব্দুস সোবহান (বাংলা ঢোল) এবং শেখ জালাল উদ্দীন (দোতারা)।
আগামীকাল অমর একুশে বইমেলার ২৪তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশ নেবেন শাহমান মৈশান। সভাপতিত্ব করবেন মিলনকান্তি দে।
সারাবাংলা/পিটিএম