Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যাংকিং খাত থেকে আড়াই লাখ কোটি টাকা লুট করা হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সারাবাংলা

নীলফামারী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের ব্যাংকিং খাত থেকে আড়াই লাখ কোটি টাকা সরাসরি লুট করা হয়েছে। এরপরও আমাদের ব্যাংকিং খাত ভেঙে যায়নি। সাময়িক দুর্বল হয়েছে বলা যেতে পারে। আমরা কিছুটা মচকে গেছি কিন্তু ভেঙে যাইনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত রাজস্ব তুলে নেওয়া হয়েছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘এর ফলে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এসব পণ্যের আমদানি ২০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন েয এ বছরের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি ৫ শতাংশে নেমে আসবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘স্বাধীনভাবে কাজ করতে পারব না বলেই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দিতে চাইলেও তা আমি নিইনি। সে সময়ে সরকারের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি জেনে-বুঝেই। এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার আসার পর স্বাধীনভাবে কাজ করতে পারব জেনে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন স্বাধীনভাবেই কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের অবদান অনস্বীকার্য। সর্বশেষ ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনই আমাদের স্মরণ করিয়ে দেয়, ছাত্ররাই সবকিছু বদলে দিতে পারে। তাদের ওপর সবকিছু নির্ভর করছে।’

বিজ্ঞাপন

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাফিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খাইরুল আনাম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলীনি কান্ত রায়, সহকারী শিক্ষক রেজাউল করীম, গভর্নরের বন্ধু রেজাউল আজিম মুক্তি প্রমুখ।

গভর্নর নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুরোনো ভবন, নীলকুঠি ও নীলফামারী রেলস্টেশন সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি বিদ্যালয়ের শতবর্ষী ভবন পরিদর্শন করেন।

সারাবাংলা/পিটিএম

আড়াই লাখ কোটি টাকা টপ নিউজ ড. আহসান এইচ মনসুর ব্যাংকিং খাত লুট

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর