Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৪

ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার পর বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়। ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আতাউর রহমান বলেন, ‘জানতে পেরেছি ওই ব্যবসায়ীর কাছে ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিল। গুলির পর সেগুলো নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

সারাবাংলা/এসএসআর/এমএইচ/পিটিএম

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর