Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের পাশে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪২

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে সিঙ্গাপুরের রেস কোর্স রোডস্থ ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বিজ্ঞাপন

বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ খান রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।

সারাবাংল/এফএন/পিটিএম

আহত জুলাই বিপ্লব তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর