Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটোয় সদস্যপদের বিনিময়ে পদত্যাগ করতে রাজি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ করতে রাজি ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করার পর এই ঘোষণা দেন তিনি। জেলেনস্কি বলেন, ‘আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, তা করতে আমি প্রস্তুত রয়েছি। আর ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়েও আমি তা করতে পারি।’

বিজ্ঞাপন

ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘(তার ওই মন্তব্যের কারণে) আমি বিরক্ত হয়নি, তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন।’ তিনি জানান, বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার স্বপ্ন নয়।

জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান। তিনি চান, ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়েও বড় ভূমিকা রাখুক।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প।

এমন পরিস্থিতিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নেতাদের। সেখানে তারা ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন।

বিজ্ঞাপন

তবে এই ব্যাপারে জেলেনস্কি বলেছেন, ওই আলোচনায় ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তোলা হবে। কিন্তু এ আলোচনা কত দূর এগোবে, তা জানেন না তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেনে সামরিক শাসন জারি করা হয়। বাতিল করা হয় নির্বাচন।

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ভলোদিমির জেলেনস্কি

বিজ্ঞাপন

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৭

আরো

সম্পর্কিত খবর