ঢাকায় রোদ, বৃষ্টি হতে পারে রংপুরে
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
ঢাকা: দুই দিন মেঘলা আবহাওয়ার পর ঢাকার আকাশে সকালের রোদ দেখা গেছে। এদিকে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর বিভাগের কিছু স্থানে।
আবহাওয়া অধিদফতর বলছে, এ সময় দেশের অন্যত্র মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। এদিকে শীত প্রায় বিদায় নিয়েছে। ঠান্ডা অনুভূতি নেই বললেই চলে, সেই সঙ্গে কেটে গেছে কুয়াশা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবারও (২৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, সপ্তাহ শেষে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে শীত বাড়ার কোনো প্রবণতা নেই।
এদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ