ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শহিদ দিবস পালন
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭
যুক্তরাজ্যে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দেশটিতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের একটি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাজিদুর রহমান।
শহিদ স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মতিয়ার চৌধুরী ও আনসার আহমদ উল্লাহ। কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।
আলোচনায় আরও অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ সভাপতি জামাল খান, সহ সভাপতি সাহেদা রহমান, সহ সভাপতি জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, কোষাধ্যক্ষ আজিজুল আম্বিয়া, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সুয়েজ, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক ইমরান মাহমুদ, আসমা মতিন, ইমদাদুন খান, শাকিল আহমদ সোহাগ, মুরাদ চৌধুরী ও আব্দুল মমিন।
বক্তারা বলেন, পৃথিবীর সব মাতৃভাষা রক্ষায় আমাদের কাজ করতে হবে। সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা করতে হবে।
সারাবাংলা/ইআ