চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা?
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে খাদের কিনারায় চলে গেছেন তারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে বাঁচা মরার লড়াইয়ের আগে চলুন দেখে নেওয়া যাক কিউইদের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান।
৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ৪৫ ম্যাচে। এখানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। দুই দলের ৪৫ দেখায় দেখায় নিউজিল্যান্ড জয় পেয়েছে ৩৩ ম্যাচে। বাংলাদেশের জয় মাত্র ১১ ম্যাচে। একটি ম্যাচে ফলাফল আসেনি।
দেশের মাটিতে নিউজিল্যান্ড জিতেছে ১৮ ম্যাচ। বাংলাদেশ তাদের মাটিতে জিতেছে ৮ ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে কিউইরা জিতেছে ৭ বার। বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে জিতেছে মাত্র একবার।
হোম ও অ্যাওয়ে ভেন্যুর মতো নিরপেক্ষ ভেন্যুতেও এগিয়ে নিউজিল্যান্ড, তারা জিতেছে ৮ ম্যাচ। বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ২ ম্যাচ।
সবশেষ ৬ দেখায়ও এগিয়ে আছে নিউজিল্যান্ড। এর মাঝে ৫ ম্যাচে জিতেছে কিউইরা, একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ অবশ্য অনুপ্রেরণা পেতে পারে দুই দলের সবশেষ দেখা থেকে। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
সারাবাংলা/এফএম