নড়াইলে বিদেশি পিস্তলসহ ধলা বাবুল ও তার ভাই গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ধলা বাবুল ও বিপুল উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সুমন।
সারাবাংলা/ইআ