Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০

বাংলাদেশ পুলিশ

ঢাকা: সাবেক পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) এবং পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদক প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব তৌছিফ আহমদে সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম (মূলত একাদশ) জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তাদের মধ্যে রয়েছেন- নিবাস চন্দ্ৰ মাঝি, মো. কামরুল আহসান, খন্দকার গোলাম ফারুক, মো. শফিকুল ইসলাম, দেবদাস ভট্টাচার্য, মো. দিদার আহম্মদ, এম খুরশীদ হোসেন, মোঃ আছাদুজ্জামান মিয়া, মোশারফ হোসেন, গোলাম কিবরিয়া, ওয়াই এম বেলালুর রহমান, মো. মাহাবুবর রহমান, একেএম হাফিজ আক্তার, সরদার রকিবুল ইসলাম, বেনজীর আহমেদ, জামিল আহমদ, মো. মোজাম্মেল হক, চৌধুরী মঞ্জুরুল কবির, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান, মোহা. আবদুল আলীম মাহমুদ, এবিএম মাসুদ হোসেন, মো. সাজ্জাদুর রহমান, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, মো. বরকতুল্লাহ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, নুরে আলম মিনা, মো. আনোয়ার হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, টুটুল চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদ, শেখ রফিকুল ইসলাম, জয়দেব চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, আবদুল মান্নান মিয়া, মো. মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, মো. শহিদুল্লাহ, মো. আলী আশরাফ ভুঞা, এসএম শফিউল্লাহ, মো. ইকবাল হোসেন, টিএম মোজাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

পদক প্রত্যাহার সাবেক আইজিপি

বিজ্ঞাপন

খুলনায় বিএনপির সম্মেলন চলছে
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৮

পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩

আরো

সম্পর্কিত খবর