Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএসএআইডি’র বেশিরভাগ কর্মীকে ছুটিতে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৮

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বেশিরভাগ কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রে সংস্থাটির প্রায় দুই হাজার পদ বাতিল করা হচ্ছে।

ইউএসএআইডি’র দুজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার অনুমান, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের আওতায় সংস্থাটির প্রায় ৪ হাজার ৬০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডিতে সরাসরি নিয়োগ পাওয়া প্রায় সব কর্মীদের রোববার থেকেই ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও সংস্থাটিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীদের ছুটিতে পাঠানো হয়নি।

এদিকে, ইউএসএআইডি একটি ‘রিডাকশন–ইন–ফোর্স’ প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করছে। নোটিশে বলা হয়েছে, এর আওতায় যুক্তরাষ্ট্রে সংস্থাটির প্রায় দুই হাজার কর্মী পড়বেন। অর্থাৎ তারা চাকরিচ্যুত হবেন।

ইউএসএআইডিতে কর্মী কাটছাঁট পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)।

উল্লেখ্য, বিদেশে মার্কিন সহায়তার সরবরাহ এবং প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম ইউএসএআইডি। ক্ষমতা নেওয়ার পরপর ট্রাম্প ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। তিনি অনাহার ও প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াইয়ের কর্মসূচি থেকে শুরু করে বিশ্বজুড়ে লাখো বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দেওয়াসহ সবকিছুর জন্য বরাদ্দ বন্ধ করেছেন।

দেশটির সরকারি কর্মচারী ইউনিয়নগুলোর জন্য এই ধরনের ঘটনা একটি বড় ধাক্কা। এসব ইউনিয়ন প্রচেষ্টাটিকে রুখে দেওয়ার জন্য আগে মামলাও করলেও শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইউএসএআইডি ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর