ঢাকা: রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এলিফ্যান্ট রোডের ওই বাসা থেকে নিউমার্কেট থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত আনিকা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রহিমপুর গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী বলেন, রোববার রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এলিফ্যান্ট রোডের ওই বাসায় যাই। সেখানে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই শিক্ষার্থীকে পাওয়া যায়।
এসআই জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল আনিকা। ওই ফ্ল্যাটে চার জন মিলে মেসে ভাড়া থাকতেন। ফ্ল্যাটের একটি রুমে একা থাকতেন আনিকা। গতকাল ১১টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। তবে রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে তারা নিজেরাই রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আনিকা। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে ওএনআইকেএ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার বিস্তারিত জানার জন্য বুটেক্সের এক শিক্ষার্থীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।