Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮

নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এভাবেই মরদেহ পড়ে থাকে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিকে মেরে ব্র্র্রিজের ওপর থেকে ফেলা হয়েছে। মরদেহটি শনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান ওসি।

অপরদিকে, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সাহাপুর উত্তর পাড়া গ্রামে হাজী মো. আশরাফ আলীর তাঁতঘরের একজন শ্রমিক কাজ করার সময় নিহত হয়েছেন। তার পরনে থাকা গেঞ্জি ভীম রুলারের নাটের সঙ্গে পেঁচিয়ে যায়। সে সময়ই নিহত হন তিনি।

ভীম রুলারের নাটের সঙ্গে গেঞ্জি পেঁচিয়ে মৃত্যু হয় এই শ্রমিকের

নিহত তাঁত শ্রমিক আব্দুল মোমিন বগুড়া জেলার ধুনট থানার শিমুল কান্দি দিঘীর পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত ২ মরদেহ উদ্ধার সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

মিয়ানমার: সামরিক জান্তার চার বছর
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৯

নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮

আরো

সম্পর্কিত খবর