Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
দুবাইয়ের সেঞ্চুরিতে কোহলির দশে দশ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯

পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর কোহলি

তার ফর্ম নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছিল নানা সমালোচনা। চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট কোহলি থাকবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। কোহলি সেই সমালোচনার জবাব বরাবরের মতো দিয়েছেন ব্যাটেই। দুবাইতে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে ভারতকে সেমিতে প্রায় পৌঁছে দিয়েছেন কোহলি। আরব আমিরাতের এই সেঞ্চুরিতে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। ১০ দেশে মাঠে নেমে সবগুলোতেই তিন অংক ছুঁয়েছেন কোহলি।

৫০ ওভারের ফরম্যাটে অভিষেকের পর এখন পর্যন্ত ১০টি দেশে মাঠে নেমেছেন কোহলি। গত রাতের আগ পর্যন্ত তার সেঞ্চুরি ছিল ৯টি দেশে। এর আগে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। সেঞ্চুরি ছিল না শুধু আরব আমিরাতেই।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে কাল রাতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এই সেঞ্চুরিতেই ১০তম দেশে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কোহলি। এতে নিজের ওয়ানডে ক্যারিয়ারে মাঠে নামা সবকয়টি দেশেই সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি।

সবচেয়ে বেশি দেশে সেঞ্চুরির রেকর্ড শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও ভারতের শচীন টেন্ডুলকার। তারা দুজনেই সেঞ্চুরি পেয়েছেন ১২টি দেশে। জয়াসুরিয়া খেলেছেন ১৫টি দেশে, শচীন ১৬টি। ১৫টি দেশে খেলে ১০ দেশে সেঞ্চুরি করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দুবাইয়ের গত রাতের সেঞ্চুরিতে গেইলকে ছুঁয়েছেন কোহলি।

তালিকায় কোহলির পরে আছে দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স দুজনেই সেঞ্চুরি পেয়েছেন ৯টি দেশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান বিরাট কোহলি ভারত সেঞ্চুরি

বিজ্ঞাপন

৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর