কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪
ঢাকা: জাকারিয়া তাহের সুমন-কে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম-কে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কোভির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির সদস্যদের নাম জানানো হয়।
নিম্নে আহবায়ক কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হলো-
- জাকারিয়া তাহের সুমন আহবায়ক
- সৈয়দ জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক
- আমীরুজ্জামান আমীর যুগ্ম আহবায়ক
- এডভোকেট আলী আক্কাস যুগ্ম আহবায়ক
- মোস্তফা জামান যুগ্ম আহবায়ক
- মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী যুগ্ম আহবায়ক
- কামরুল হুদা যুগ্ম আহবায়ক
- অধ্যাপক সরওয়ার জাহান দোলন যুগ্ম আহবায়ক
- নজির আহমেদ ভূঁইয়া যুগ্ম আহবায়ক
- রেজাউল কাইয়ুম যুগ্ম আহবায়ক
- নজরুল হক ভূঁইয়া স্বপন যুগ্ম আহবায়ক
- জামাল খন্দকার যুগ্ম আহবায়ক
- আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সদস্য সচিব
- হাজী আমিনুর রশিদ ইয়াছিন সদস্য
- সাবেরা আলাউদ্দিন সদস্য
- জসিম উদ্দিন সদস্য
- এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক সদস্য
- এডভোকেট কাইয়ুম হক রিংকু সদস্য
- এডভোকেট অ হ ম তাইফুল আলম সদস্য
- সাকিনা বেগম সদস্য
- তাজুল ইসলাম সদস্য
- মিজানুর রহমান চেয়ারম্যান সদস্য
- হাজী সিদ্দিকুর রহমান সদস্য
- মাহবুব চৌধুরী (মুক্তিযোদ্ধা) সদস্য
- রইছ আবদুর রব সদস্য
- কায়সার আলম সেলিম সদস্য
- তাহের পলাশী সদস্য
- মুজিব আহমেদ সদস্য
- ডা. গোলাম কাদের চৌধুরী (নোবেল) সদস্য
- শাহ সুলতান খোকন সদস্য
- আলহাজ¦ জুনাব আলী সদস্য
- মুজাহিদ চৌধুুরী সদস্য
- মমিনুল ইসলাম ভূঁইয়া সদস্য
- আবদুল রহমান বাদল সদস্য
- তরিক আহমেদ ভূঁইয়া সদস্য
- ডা. নজরুল ইসলাম শাহিন সদস্য
- সফিউল আলম রায়হান সদস্য
- এডভোকেট শরিফুল ইসলাম সদস্য
- সাজেদুল মোল্লা হীরন সদস্য
- ইলিয়াস পাটোয়ারী সদস্য
- সিরাজুল ইসলাম মিলন সদস্য
সারাবাংলা/এফএন/এনজে