Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

ঢাকা: কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে, এজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের দলে অন্যায় ও অপকর্মের কোনো স্থান নেই।’

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জানান, গাজীপুরে এমসি বাজার এলাকায় মহড়া দিয়ে চাঁদা দাবি করা উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে গাজীপুর শ্রীপুর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতা কর্মী যদি কোনো সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়ে আমার সাফ কথা, দল কিন্তু তাকে ছাড় দিবে না।’

এ সময়, সারাদেশে এখন পর্যন্ত যুবদলের প্রায় ৬০ জন নেতাকে শোকজ এবং ১৪০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

যুবদল সম্মেলন

বিজ্ঞাপন

মিয়ানমার: সামরিক জান্তার চার বছর
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৯

নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮

আরো

সম্পর্কিত খবর