‘সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে জামায়াত’
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৫
ঢাকা: জামায়াতে ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত এ সরকার, তাদের পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ দেখলাম না।’
তিনি বলেন, ‘সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ, আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি তাহলে করতে পারে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।’
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ছাত্রশিবির বলে ছাত্রদলের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ হয়, তা আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের ভেতর অবস্থান করে অনেক পদপদবিও পেয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের পূর্ববর্তী সময়ে নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান তাদের রাজনীতির সুযোগ দিয়েছিল। এখন তারাই সুযোগ পেলে পেছন দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে।’
জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান চালক দল আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিহত স্বজনদের পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/এফএন/এইচআই