কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০
কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মুজিবুল হক নামে এক আইনজীবীকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ থেকে ২০জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে নির্বাচন ঘিরে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালায়। এ সময় একজন আইনজীবীকে পিটিয়ে আহত করা হয়।
আইনজীবীদের অভিযোগ আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল এ হামলা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।
সারাবাংলা/এসআর
আইনজীবী সমিতির নির্বাচন কুষ্টিয়া নির্বাচনী ক্যাম্পে হামলা সারাবাংলা হামলা-ভাঙচুর