গাবতলী-চাষাড়া চলবে ৩৫ এসি বাস, উদ্বোধন কাল
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
ঢাকা: বাস রুট রেশনালাইজেশনের আওতায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে গাবতলী-চাষাড়া রুটে চলবে ৩৫ এসি বাস। বোরাক পরিবহনের এই ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করছে গ্রিন ক্লাস্টার। এই পরিসেবার উদ্বোধন করবেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবীর খান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাসটির সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা আর প্রতি কিলোমিটার ভাড়া পড়বে ৫ টাকা। এক মাসের মধ্যে এ রুটে আরও বাস যুক্ত হবে।
ডিটিসিএ সূত্র বলছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সংসদ ভবনের সামনে থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া সড়ক মন্ত্রণালয়ের সচিব, ডিটিসিএ, ডিএমপি, বিআরটিএ, বিআরটিসি ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় ৯টি ভিন্ন রঙের বাস চলার কথা রয়েছে। এর মধ্যে শুরুতে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে। ডিটিসিএ সূত্র জানায়, গ্রিন ক্লাস্টারের সংশ্লিষ্ট রুটের সাথে ৯০ শতাংশ মিলে যাওয়া রেড ক্লাস্টারের ১১ নম্বর রুটটি (আংশিক) এখন থেকে গ্রিন ক্লাস্টারের ২১ নম্বর রুট (সংশোধিত) হিসেবে পরিচিতি পাবে। এর দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। এ রুটে বর্তমানে এসি বাস নেই। অপরিকল্পিতভাবে এই রুটে ৭০টির বেশি বাস চলে। এ প্রেক্ষিতে বর্তমানে বাসের চাহিদা ৫০টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৫টি এসি বাস দ্বারা রুটটি উদ্বোধন করা হচ্ছে। বাকি ১৫টি বাস মাসখানেকের মধ্যে যুক্ত করার কথা রয়েছে।
এই রুটের সম্ভাব্য স্টপেজগুলো হলো- গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি ৪, সাইন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুরি, শিবু মার্কেট, ও চাষাড়া। এসব স্টপেজ থেকে ই-টিকেটিং এর মাধ্যমে টিকেট কেটে যাত্রীরা বাসে উঠতে পারবেন। নির্দিষ্ট স্টপেজ ব্যতীত কোথাও বাসগুলো দাঁড়াবে না এবং যাত্রী উঠা-নামা করবে না। নির্ধারিত ভাড়ার চার্ট বাসের অভ্যন্তরে প্রদর্শনের জন্য টাঙানো থাকবে।
সারাবাংলা/জেআর/ইআ