Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পুরোপুরি নেভেনি। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিমানবাহিনীর হেলিকপ্টার আনার কথা রয়েছে। আগুনের ঘটনায় কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে।

১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে শুনছি। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন আমরা আগুন নেভানোর কাজ করছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে। হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

সারাবাংলা/ইআ

আগুন নিয়ন্ত্রণে সাজেকে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর