Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় নিহত বিদ্যুৎ কর্মীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিলো ডিপিডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

মৃত বিদ্যুৎ কর্মী মো. জাহিদুল ইসলামের বাবার হাতে ক্ষতিপূরণ চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান

ঢাকা: দুর্ঘটনায় নিহত বিদ্যুৎ কর্মীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরন দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিহতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। ডিপিডিসির আওতাধীন পরিবাগ এলাকায় গত ২৩ জানুয়ারি ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে গিয়ে নিহত হন ওই বিদ্যুৎকর্মী মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

চেক হস্তান্তরকালে উপদেষ্টা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি অফ সিএনটিআইসি অ্যান্ড এসপিটিটিসি, চীন এর লাইনম্যান মো. জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। মৃত জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে দুই লক্ষ পঞ্চাশ টাকার দুইটি পৃথক পে অর্ডারে মোট পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/এনজে

উপদেষ্টা ক্ষতিপূরণ নিহত বিদ্যুৎ কর্মী

বিজ্ঞাপন

ভোলায় ভুয়া এনএসআই আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর