Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ও মানুষের কল্যাণে আজীবন কাজ করব— জন্মদিনে জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের জন্মদিন পালন। ছবি: সংগৃহীত

ঢাকা: জন্মদিনের আয়োজনে দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করার কথা পুনর্ব্যক্ত করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির নেতা-কর্মী, বন্ধু-স্বজন এবং সুশীল সমাজের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন। এদিন দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে আলোচনা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা হয়।

বিজ্ঞাপন

রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। আর, অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতংকে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য।’

এদিন সকাল থেকেই জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে। এ সময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিনর হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা, ড. নুরুল আজহার শামীম, আমিনুল ইসলাম মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জন্মদিন জাতীয় পার্টি জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর