Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জননিরাপত্তা নিশ্চিত করুন: সিপিবি

স্পেশাল করেসপডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯

ঢাকা: সন্ত্রাসী ও মব সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। একইসঙ্গে এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় জনগণের ঐক্য গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন।

নেতারা বলেন, ‘জানমালের নিরাপত্তা দিতে না পারার দায় সরকারকেই নিতে হবে। রাত ৩টায় সংবাদ সম্মেলন করে অপ্রয়োজনীয় কথার মারপ্যাঁচে এসব ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে এমনকি খোদ রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, ছিনতাই রাহাজানিসহ ধর্ষণের ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও মানুষ এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। দিন যত যাচ্ছে নানা ধরনের ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন স্থানে নিরাপত্তাহীনতা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এলাকার মানুষ মসজিদের মাইক ব্যবহার করে এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

রুহিন হোসেন প্রিন্স সিপিবি

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর