Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নতুন পরিচালক সাইফ উদ্দৌলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক সাইফ উদ্দৌলা

ঢাকা: জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক সাইফ উদ্দৌলা। একইসঙ্গে তাকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার-স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলাকে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

তিনি আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়াকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট সাইফ উদ্দৌলা

বিজ্ঞাপন

ভোলায় ভুয়া এনএসআই আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর