Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ৫৮৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১৭ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হলো ৯ হাজার ২৫৩ জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে ৯৫৪ জনকে।

এসময় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৭.৬৫ গুলি ১২ রাউন্ড, একটি মালবাহী ট্রাক এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে জানান এআইজি ইনামুল হক।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে

গ্রেফতার ডেভিল হান্ট সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর