গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে সিপিবি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
ঢাকা: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাধারণ মানুষের প্রকৃত আয় কমেছে, অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। এ সময় শিল্প খাতে গ্যাসের মূল্য বাড়ানো হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের ঘাড়েই চাপানো হবে। ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে বৃদ্ধি পাওয়া বেকারত্বের তালিকা বাড়তেই থাকবে।
বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের সময় জ্বালানি খাতে অযৌক্তিকভাবে ব্যয় বৃদ্ধি করে তা সাধারণ মানুষের কাঁধে চাপানো হয়েছিল। বর্তমান সরকার ও বিইআরসি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন না করে পূর্বের ধারাবাহিকতায় মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে চাইছে। এ লক্ষ্যে গণশুনানিরও আয়োজন করা হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃদ্বয় এ অবস্থার অবসান ঘটিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে, অতীতের ভুলনীতি ও দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবি জানান। একইসঙ্গে জ্বালানি খাতে সুশাসন ফিরিয়ে আনতে মূল্য কমানোর পথ বের করার দাবি জানান।
বিবৃতিতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে বৈধতা দিতে অনুষ্ঠিতব্য গণশুনানি বাতিলের দাবি জানানো হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/আরএস