পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২
পাবনা: পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় একটি দোকানঘর দখল করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে বেড়া উপজেলা নগরবাড়ি ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা শরিফুল ইসলাম মিন্টু ও মফির নেতৃত্বে তাদের সমর্থকেরা একটি দোকান দখল করতে গেলে বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকিরের অনুসারীরা বাঁধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষ হয়।
সংঘর্ষে বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকিরসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এসআর