নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে: সেলিমা রহমান
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা চলবেই। কিন্তু নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই নির্বাচিত হোক না কেনো, জনগণ যাকেই নির্বাচিত করুক না কেনো, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সংস্কার করব।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশাল কার্যালয়ে ‘দেশভাবনা, গণতন্ত্র ও রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, ‘৫ আগস্ট কারও একার প্রচেষ্টায় আসেনি, এসেছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্দোলনের মাধ্যমে। দিনের পর দিন যারা শেখ হাসিনার নির্যাতনের যাতাকলে নিপীড়িত ছিল, হত্যা, গুম ও খুনের স্বীকার হয়েছিল, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি যারা অতিষ্ট হয়েছিল সেই সকল মানুষ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে সরিয়ে এই দেশ স্বৈরাচারমুক্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশ আজ শূন্য, দেশে কিছু নাই। কারণ অনেক টাকা পাচার হয়ে গেছে। ব্যাংকগুলো খালি। ব্যাংক লুট, পাচার করে দেশকে দারিদ্র্য করেছে স্বৈরাচারি সরকার।’
সেলিমা রহমান বলেন, ‘একেকজন আয়না ঘর থেকে বেরিয়ে এমন সব বর্ণনা দিচ্ছিল, মনে হচ্ছিল আমরা অন্ধকার যুগে পড়ে আছি। যেখানে কোনো শাসন ছিল না, শুধু শোষণ ছিল। বিএনপির নেতারা সব কারাগারের দরজায় ঘুরে বেড়িয়েছে। জেলের মধ্যে বন্দি অবস্থায় দুঃসহ জীবনযাপন করেছে। আইনশৃঙ্খলা এতোটা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারাও গুম কাজে লিপ্ত ছিল।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যান। এখন আর ষড়যন্ত্রকারীদের আমরা জায়গা দেব না। আমাদের সচেতনতা ধরে রাখতে হবে। যাতে এই ফ্যাসিস্টরা আবারো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে।’
এ সময় বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও গীতিকবি মো. মিজানুর রহমানের লেখা ‘দেশভাবনা, গণতন্ত্র ও রাজনীতি’ শীর্ষক গ্রন্থটি দেশবাসিকে পড়ার আহ্বান জানান সেলিমা রহমান। বর্তমান সময়ে, দেশের ও রাজনীতির ইতিহাস জানতে এই বইটি বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
সারাবাংলা/এফএন/এইচআই