‘জনদুর্ভোগ নিরসনের কথা বলে স্থানীয় সরকার নির্বাচন দাবি ষড়যন্ত্রমূলক’
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯
ঢাকা: জামায়াতে ইসলামীর আমিরের জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যেখানে নানা ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, সেখানে জনদুর্ভোগ নিরসনের কথা বলে স্থানীয় সরকারের নির্বাচন দাবি হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল রহস্যজনকভাবে জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করতে আগে স্থানীয় সরকার নির্বাচনের ধুয়া তুলে সংকট আরও ঘনিভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জনদুর্ভোগ আরও বড়বে, তৃণমূল পর্যায়ে বিভেদ, সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হবে, আওয়ামী ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি এর সুযোগ নেবে। এতে পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়ে জাতীয় সংকট আরও তীব্র হবে ।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘এরা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে বিএনপির ছায়াতলে রাজনীতি করেছে। এখন সুযোগ বুঝে অন্য কারোর প্ররোচনায় বাস্তবতা বিবর্জিত অবান্তর কথা বলে জাতীয় ঐক্য বিনিস্ট করছে। তারা বিএনপির অগ্রযাত্রা রোধ করতে জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার ও ষড়যন্ত্র করতে গিয়ে এখন দেশ, জাতি ও গণতন্ত্রের বিরুদ্ধে ক্ষতি করছে।’
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রনহীন দ্রব্যমূল্য, ব্যবসা বাণিজ্যে স্থবিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একমাত্র নির্বাচিত সরকারই পরে এই পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে।’
অনুষ্ঠানে তিনি ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘দেশের জনগণের সঙ্গে এবার প্রবাসীরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন জাতি তা চিরদিন স্মরণ রাখবে।
মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি শাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মোহন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি নয়ন বাঙালি, সেভ বাংলাদেশের সমন্বয়কারী জাহিদ খান, ভার্জিনিয় স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার অহমেদ বক্তব্য দেন।
সারাবাংলা/এফএন/এসআর
বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব মেরিল্যান্ড স্টেট বিএনপি সংবর্ধনা অনুষ্ঠান সারাবাংলা সৈয়দ এমরান সালেহ প্রিন্স