জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি একটি নতুন খেলা: মির্জা ফখরুল
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯
ঢাকা: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। এটা একটা নতুন খেলা শুরু হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ে বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কিছু কিছু লোক নির্বাচনকে পেছাতে চায়, এতে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে। নতুন দল করতে পারবে।’
‘সরকার কি জেনে শুনে দেশকে ধ্বংসের দিকে, নৈরাজ্যের দিকে, গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে’- এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণবিস্ফোরণের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাই আমরা আশা করি যে, সরকার সে পথ থেকে সরে আসবে।’
ফখরুল বলেন, ‘ড. ইউনূসের সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
ফখরুল আরও বলেন, ‘অনেকে এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, ফ্ল্যার্ট করছে, যেন উত্তেজিত হয় বিএনপি, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে, বলছে বিএনপি কিছুই করেনি। অথচ ফ্যাসিবাদের পতনের ভিত্তি স্থাপন করেছে বিএনপি। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। বিএনপিকে ঠেকাতে চাইছে, বিএনপিকে ঠেকানো যাবে না। হাসিনা-মঈন উদ্দিন-ফখরুদ্দিন চেষ্টা করেছিল, পারেনি বিএনপিকে ধ্বংস করতে। কেউ পারবে না।’
তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার আমলে নেতাকর্মীদের পালিয়ে থাকতে হয়েছে। ভয়াবহ নির্যাতন থেকে বেগম জিয়াও রেহাই পাননি। স্লো-পয়জনিং দিয়ে বেগম জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল, পরিত্যক্ত কারাগারে খুব খারাপ হয়ে যায় বেগম জিয়ার শারীরিক অবস্থা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেলে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হয় বিদেশে। তার জন্য সবাই দোয়া করবেন যেন, তিনি সুস্থ হন দ্রুত।’
তিনি বলেন, ‘রাজনীতিকে নির্বাসিত করতে একটি মাত্র দল ছাড়া অন্য কোনো দল থাকবে না, সে ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ। সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এরমধ্যে নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে সবার আগে। আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয়নি।’
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, ‘কপাল ভালো আপনাকে হেলিকপ্টারে করে পালাতে বাধ্য করেছিল কেউ। সেনাবাহিনী সেদিন একটি ভালো কাজ করেছিল, সেদিন তাকে বলেছিল, পালাতে হবে। পালিয়ে হাসিনা নিজের জীবন বাঁচাতে পেরেছেন।’
তিনি বলেন, ‘সেই আওয়ামী লীগের নেত্রী পালিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দেশকে জ্বালিয়ে দিতে বলছে, ধ্বংস করে দিতে বলছে।’
ফখরুল বলেন, এই ফ্যাসিস্ট জালিম সরকার যাতে আর দেশে ফিরতে না পারে, সেজন্য দেশে এখন একটি নির্বাচিত দল দরকার।
সংস্কারের কথা বলে সময় ক্ষেপন না করে, দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাবাংলা/এফএন/আরএস