Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হয় ডিসেম্বর, না হয় মার্চের মধ্যে নির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। ছবি: বাসস

ঢাকা: নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, সে সিদ্ধান্ত এখনো উপদেষ্টা পরিষদে হয়নি বলেও জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

বিজ্ঞাপন

নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি সংস্কার একটু বেশি চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।’

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘এপ্রিল মাস থেকে কাল বৈশাখি শুরু হয়, এরপর বর্ষা। ফলে এপ্রিল, মে, জুন- এই তিন মাস আবহাওয়াজনিত কারণে নির্বাচন করা উপযোগী নয়, বা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। তবে এখনো কোনো আলাপ হয়নি।’

সারাবাংলা/পিটিএম

ডিসেম্বর নির্বাচন মার্চ শফিকুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর