Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের জনগণের বড় অধিকার— ভোটের অধিকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন

মুন্সীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগণের সব চেয়ে বড় অধিকার ভোটের অধিকার। এ কারণে অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে দ্রুত বিদায় নিবে। এ সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। তাদের সময় সীমাবদ্ধ। কোনো নির্দলীয় সরকার দীর্ঘ দিনের সরকার হতে পারে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র-জনতা তাদের ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিনত হয় মুন্সীগঞ্জ শহরতলী। খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করে। সভার নির্ধারিত সময় বিকাল ৩ টার আগেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ড. খন্দকার মোশারফ হোসেন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোটের অধিকার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর