‘৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হবে’
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৪
ঢাকা: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের দলের যে উদ্দেশ্য, সেটা আমরা সফল করতে পারব।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার হাসিনা গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর, গুম, খুন ও নির্যাতন করে জোড় করে রাষ্ট্র দখল করে রেখেছিল। রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেশে আওয়ামী লীগ রাষ্ট্র, দেশ ও কাঠামো তৈরি করে দেশকে একাকার করে ফেলেছিল। তাই বাংলাদেশকে এখন পুর্নগঠন করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ থেকে ২ বছর আগে সব দলের সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে রাষ্ট্র গঠনে এই ৩১ দফার প্রস্তাব দিয়েছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সমর্থন জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা এই রাষ্ট্র মেরামতের কিছু উদ্যোগ নিয়েছে। তবে আমরা মনে করি, বাংলাদেশকে সংস্কার করতে একটি নির্বাচিত সরকার ও দীর্ঘমেয়াদি সংসদের দরকার। একজন নির্বাচিত সরকারই পারে দেশকে উত্তরণ করতে।’
৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইসরাক বলেন, ‘১ থেকে ১০ দফার মধ্যে যে সংস্কার রয়েছে, সেগুলি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুনি হাসিনা, সংবিধানে নতুন নতুন অনেক সংযুক্তির মাধ্যমে নিজের দলকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তাই ৩১ দফায় সংবিধানকে সংস্কার করার কথা বলা হয়েছে। যেখানে উল্লেখ আছে, একজন সরকার পর পর দুইবার ক্ষমতায় থাকতে পারবেন না।’
ক্ষমতার প্রতি বিএনপির লোভ ও লালসা নেই। দেশের মানুষের জন্যই এই ৩১দফা, তাই নিরপেক্ষ কর্মসূচিই এখানে উল্লেখ করা হয়েছে, যা জনগণের জানা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি।
খুনি হাসিনার দোসররা যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ।
সারাবাংলা/এফএন/ এইচআই