মেলার ২৪তম দিনে নতুন বই ৯৮টি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬
ঢাকা: আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) অমর একুশে বইমেলার ২৪তম দিন। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এই দিনে মেলায় নতুন বই এসেছে ৯৮টি।
এর মধ্যে গল্পের বই ১১টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ ছয়টি, কবিতা ১২টি, গবেষণা দু’টি, ছড়া পাঁচটি, শিশুসাহিত্য পাঁচটি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ দু’টি, ইতিহাস তিনটি, গণঅভ্যুত্থান দু’িট, ধর্মীয় তিনটি, অনুবাদ চারটি ও সায়েন্স ফিকশন দু’টিসহ অন্যান্য বই রয়েছে ২৪টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন—আকাঙ্ক্ষার নাট্যকলা—যাত্রা: ঐতিহ্যের পরম্পরায় জাতীয়তাবাদী শিল্পরীতি এবং অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশ নেন শাহমান মৈশান। সভাপতিত্ব করেন মিলনকান্তি দে।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি শাহীন রেজা, কবি এজাজ ইউসুফী এবং কবি শোভা চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফাতিমা তামান্না, টোকন ঠাকুর এবং রশিদ কামাল। আবৃত্তি পরিবেশন করেন মাহবুব মুকুল এবং নূরুল হাসনাত জিলান।
এদিন ছিল সেলিনা ফারজানা কেয়ার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বুলবুল ললিতকলা একাডেমী’ এবং আলী আশরাফ আখন্দের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘জিয়া সাংস্কৃতিক জোট’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আহমেদ শাকিল হাসমী, মো. ইকবাল হোসেন, শাহ আল চৌধুরী মিন্টু, বিমল দাস, দিপা আফ্রিদি, রোমানা আক্তার, মিসেস খালেদা বেগম, রাতুল শাহ, শেলী চন্দ, আঞ্জুমান আরা শিমুল, মো. খালেদ মাহমুদ মুন্না, আজমা সুরাইয়া শিল্পী, নাফিসা ইসলাম ফাইজা।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন এস এম জিয়াউর রহমান (তবলা) আনোয়ার সাহদাত রবিন (কি—বোর্ড), মো. শহিদুল ইসলাম (বাঁশি), মো. রনি (বাংলা ঢোল) এবং খোকন বাউলা (দোতারা)।
আগামীকাল অমর একুশে বইমেলা ২৫তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জুলাই অভ্যুত্থান : গ্রাফিতি’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন মুনেম ওয়াসিফ। আলোচনায় অংশ নেবেন তাসলিমা আখতার এবং কামার আহমাদ সাইমন। সভাপতিত্ব করবেন ফারুক ওয়াসিফ।
সারাবাংলা/পিটিএম