Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে থাকা রড পেটে ঢুকে অটোরিকশার যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর ধোলাইখাল এলাকায় দাঁড়িয়ে থাকা রড ভর্তি ট্রাকের রড পেটে ঢুকে ইয়াম হাওলাদার (১৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধোলাইখাল মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০ মৃত ঘোষণা করেন।

নিহত ইয়ামের বন্ধু মো. কাজল বলেন, ‘তাদের বাসা কামরাঙ্গিরচড় হুজুরপাড়া এলাকায়। ইয়াম একটি বিরিয়ানীর দোকানে কাজ করত। তাদের বাসা পাশাপাশি এলাকায়। আমি নিজে আটোরিকশা চালাই। সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় ইয়াম বলে সে আমার অটোরিকশায় করে ঘুরতে যাবে। পরে তাকে নিয়ে ধোলাইপাড় এলাকায় যাই। সেখান থেকে যাত্রী নিয়ে নয়াবাজার এলাকায় আসার সময় ধোলাইখাল মোড় পার হতেই চলন্ত অটোরিকশার ব্রেক করতেই দাঁড়িয়ে থাকা ট্রাকের রড ইয়ামের পেটে ঢুকে যায়।’

হাসপাতালে মৃত ইয়ামের মামাতো ভাই মো. নাঈম বলেন, ‘তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার বাইলা তলি গ্রামে। বাবার নাম হাশেম হাওলাদার। কামরাঙ্গিরচড় হুজুরপারা এলাকায় আমাদের সঙ্গে থাকত।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

অটোরিকশার যাত্রী নিহত

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর