সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের প্রভাত ফেরি অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৬
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৬
ঢাকা: সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের সদস্যরা একুশে ফেব্রুয়ারির মহান ভাষা শহিদদের স্মরণে আয়োজিত প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সিডনির অ্যাসফিল্ড পার্কে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে একুশে একাডেমি অস্ট্রেলিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তারা ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি সম্মান জানান।
সংগঠনটির প্রেসিডেন্ট ড. নাহিদ সায়মা বলেন, ‘আমাদের বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির নতুন প্রজন্মের কাছে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের বার্তা পৌঁছানো আমাদের দায়িত্ব। তাই প্রবাস জীবনে বাংলা ভাষাকে প্রানে ধারণ করে এগিয়ে চলার জন্যই সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক প্রভাত ফেরিতে অংশ নেয়।’
সারাবাংলা/এমএইচ/পিটিএম