Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগার থেকে পালিয়েছে আবরারের খুনি, মাঝরাতে বুয়েটে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৯

মাঝরাতে বুয়েট শিক্ষার্থীদের মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি কারাগারের কনডেম সেল থেকে পালিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতার পলায়নের খবর জানার পর মাঝরাতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল বের করেন একদল শিক্ষার্থী। পরে মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

মিছিলে শিক্ষার্থীরা ‘ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে’; ‘ফাঁসি ফাঁসি ফাসি চাই, খুনিদের ফাঁসি চাই’; আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; জুলাই এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শহীদ আবরারের ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। আজ হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে। বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না।’

তিনি বলেন, ‘সরকারের ঊর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল। কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল। আজ হাইকোর্ট জানিয়েছে সে নাকি ৫ আগস্টের পর পালিয়েছে। আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়।’

ঊল্লেখ্য, আবরার ফাহাদের খুনি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুনতাসির আল জেমি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পর জেল থেকে পালায় সে। কিন্তু বিষয়টি এত দিন গোপন ছিল। জানা যায়, জেমি আবরার হত্যা মামলা ৩ নম্বর আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/পিটিএম

আবরার ফাহাদ খুনি বিক্ষোভ বুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর