Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাম ঘরনার রাজনীতি থেকে গত শতাব্দীর ৯০ দশকে বিএনপিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। প্রখ্যাত এই শ্রমিক নেতা দীর্ঘ রাজনীতৈকি জীবনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান পদে দায়ত্ব পালন করনে। আমৃত্যু তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। মৎস ও প্রাণিসম্পাদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দেশের এই প্রবীণ রাজনীতিবিদ।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আফসারুল আমিনের কাছে হেরে যান।

সারাবাংলা/আরডি/এজেড/এসডব্লিউ

বিএনপি বিএনপি’র ভাইস চেয়ারম্যানের মৃত্যু সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান

বিজ্ঞাপন

তালা ভেঙে বাসভবনে কুয়েট ভিসি
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৯

আরো

সম্পর্কিত খবর