Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেক অগ্নিকাণ্ড
কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৯

সাজেকের আগুনে ৯০-৯৫টির অধিক স্থাপনা ভস্মীভূত হয়েছে

রাঙ্গামাটি: মেঘ-পাহাড়ের উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহর সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তদন্ত কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য ৩ সদস্য হলেন রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।

এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯০-৯৫টির অধিক স্থাপনা ভস্মীভূত হয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। যদিও নিরুৎসাহিকরণের কথা বলা হলেও এই সময়টাতে সাজেকে পর্যটক যাতায়াত বন্ধই রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

রাঙ্গামাটি সাজেক ভ্যালি সাজেক ভ্যালিতে আগুন

বিজ্ঞাপন

তালা ভেঙে বাসভবনে কুয়েট ভিসি
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৯

আরো

সম্পর্কিত খবর