ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৪
নোয়াখালী: জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ঘরে ঢুকে তাসলিমা আক্তার রোজি (৫৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের জালিয়াল গ্রামের আনোয়ার আহমদ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার রোজি জালিয়াল গ্রামের আমিন আলীর মেয়ে।
পুলিশ জানায়, রাতে রোজি বাইরে থেকে নিজ ঘরে আসে। হঠাৎ রাত ৯টার দিকে তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশিরা। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রোজি মেঝোতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা ধামা পড়ে আছে।
এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে উপ-পরিদর্শক চৌধুরী প্রমোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ধামা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর মোহাম্মদ ইব্রাহীম জানান, এ হত্যাকান্ডের জড়িত সন্দেহে মো. তারেক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে নোয়াখালী সুধারাম থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ